মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে ৫৮ বিজিবি’র অধিনস্ত যাদবপুর বিওপি’র টহল দল তাদেরকে আটক করে।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সূত্রে যাদবপুর বিওপি’র টহল দল উপজেলার পারগোপালপুর মাঠে একটি মেহগুনি বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন যশোর জেলার কেশবপুর থানার শাহাপুর গ্রামের ইমান আলী সরদারের ছেলে ইদ্রিস সরদার (৫৫), ইদ্রিস সরদারের স্ত্রী নুরজাহান বেগম (৫০), একই জেলার চিংড়ি বাজার গ্রামের মোমিন মোড়লের ছেলে রফিক মোড়ল (৫০), আজিজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৬০), দাউদ আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৪), আমিনুল ইসলামের ছেলে শাহারিয়ার ইসলাম (২০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়ুলী গ্রামের আসলাম শেখের মেয়ে মুসলিমা খাতুন (২৯), রুহুল আমিনের ছেলে আবুল কালাম (৩৫), আবুল কালামের স্ত্রী কহিনুর (২৫), যশোর জেলার শার্শা থানার দাউদখালী গ্রামের সোবহানের ছেলে শাহিন মিয়া (২৮)। ৫৮ বিজিবি’র উপপরিচালক তসলিম মো. তারেক জানান, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।