মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নওদা গ্রামে আগুন লেগে ৫টি পরিবারের ঘর বাড়ি পুড়ে ছাই। তারা এখন নিঃস্ব পথের ভিখারি। গত পরশু সোমবার দিবাগত রাতে পৌরসভার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। নওদা গ্রামের মহিউদ্দিনের ছেলে মংলা ও তার বোন ফেরদৌসী, বাবুরালী ছেলে আশরাফ ও লাল্টুসহ ৫টি পরিবারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় সমস্তকিছু। তারা এখন পথের ফকির। পারিবারিক সূত্রে জানা যায়, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধুমা দিলে সেখান থেকে আগুন লাগে। তখন মানুষ তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে থাকে তাই বাড়িতে কেউ না থাকায় আগুন সহজেই ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মহেশপুর ফায়ার সার্ভিস খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ৫টি পরিবারে ৩টি ছাগল আগুনে পুড়ে আহত হয়। রাতেই উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, মহেশর্পু থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আমিরুল ইসলাম খাঁন চুন্নু, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঘটনাস্তল পরিদর্শন করেন। সকালে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান, উপজেলা আমির ফারুক আহম্মেদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দেয় এবং পাশে থাকার আশ^াস দেন। ওই সময় সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন একবান টিন দেয়ারও প্রতিশ্রুতি দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই।