মহেশপুরে মানব চোরাচালানের হোতা হালিম আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্তে মানব চোরাচালানের হোতা হালিম আটক। শুক্রবার সকালে ৫৮ বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। ৫৮ বিজিবি’র উপ-পরিচালক তসলিম মো. তারেক জানান, মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মৃত আরমান ম-লের ছেলে আব্দুল হালিমকে (৩৩) মাটিলা বিজিবি আটক করে। তার বিরুদ্ধে মানব চোরাচালান ও মাদক চোরাকারবারের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ এই সীমান্তে এ সকল কর্মকান্ড চালিয়ে আসছে। শুক্রবার সকালে দালাল হালিম একটি কিশোরী মেয়েকে ভারতে পাচার করার সময় মাটিলা সীমান্তে বিজিবি’র হাতে আটক হয়। বিজিবি আটককৃত কিশোরীকে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং হালিমকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment