মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নাটিমা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেন(১৭) মাঠে ফসলে কীটনাশক স্প্রে করছিল। দুপুর দেড়টার সময় বজ্রপাতে তার করুন মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।