মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে আলমসাধু ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ফুল বিক্রেতা ছামির হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টায় শ্যামকুড় ইউনিয়নের বাকোসপোতা জানালা ব্রিজের নিকট এই ঘটনা ঘটে। ছামির হোসেন শ্যামকুড় গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সামির হোসেনের বাবা মারা যান। সংসারে অভাব অনটনের কারণে তার মা নাসরিন বেগম ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করেন। অসহায় কিশোর ছামির হোসেন সেই থেকে একই উপজেলার অনন্তপুর গ্রামে তার ফুফুর বাড়িতে থাকতো। ফুফুর আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় সেখানে সে ফুলের চাষ ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। গতকাল বুধবার সকালে ছামির মোটরসাইকেযোগে গাঁধাফুল নিয়ে স্থানীয় বাকোসপোতা বাজারে যাচ্ছিলো। এমন সময় বাকোসপোতা জানালা ব্রিজ নামক স্থানে জীবননগরগামী একটি মাশকলাই বোঝায় আলমসাধু তাকে চাপা দেয়। ঘটনাস্থলে ছামিরের মৃত্যু হয়। সংবাদ পেয়ে মহেশপুর থানার এসআই শরিফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আলমসাধু আটক করে লাশ থানায় নিয়ে আসেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহত ছামিরের মা ঢাকা থেকে আসছেন। লাশ থানায় আছে, পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।