মহেশপুরে দুই বাসের সংঘর্ষে ১৫ জন আহত

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাস জীবননগরে যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ওই স্থানে পৌঁছুলে একটি মোটরসাইকেলের ওভারট্রেকিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সেসময় বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্সের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment