স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে। বক্তারা বাজার ব্যবস্থা মনিটরিং ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও গবাদিপশু জবাইয়ের পূর্বে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়েও আলোচনা করা হয়। চুয়াডাঙ্গায় গতকাল বুধবার সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, বেনবেইজ আব্দুল কাদির, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রাফেজা খাতুন, আইসিটি প্রোগ্রামার আরিফুল ইসলাম, উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মারিয়া মাহাবুবা, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছেন, জীবননগরে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার হতে ভোক্তার অধিকার রক্ষায় সকল সেবা প্রতিষ্ঠানকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. রুবিনা ইসলাম রুপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ কর্মকর্তা খালিদ হাসান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন, আবুল কাশেম ও কলেজ ছাত্রী প্রত্যাশা প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।