ভূমিহীন গৃহহীন প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাস জমি ও গৃহ প্রদানের কার্যক্রম অব্যাহত

 

মেহেরপুর অফিস: বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘আশ্রায়ন প্রকল্প-২’ এর আওতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশে ভূমিহীন গৃহহীন প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাস জমি ও গৃহ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধন করবেন।

ভূমি ও গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, নাজমুল হুদা, মেহেরপুর প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment