মুজিবনগরে নিয়ন্ত্রণ হারিয়ে করিমন উল্টে দুর্ঘটনা
মুজিবনগর প্রতিনিধি: রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া ভাইকে খুঁজতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন নিলুফা ইয়াসমীন (৩৫) নামের এক গৃহবধূ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার পুত্র করিমন চালক হাসান (১৬)। গতকাল শুক্রবার সকালের দিকে মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের গৌরীনগর কবরস্থানের নিকট এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিলুফা মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে এবং মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের উসমান হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিলুফার ইয়াসমিনের ভাই আলামিন হোসেন পারিবারিক কলহের জের ধরে রাগ করে বাড়ি থেকে চলে যান। তার ভাইকে খুঁজতে শুক্রবার ভোরে নিলুফা ও তার ছেলে হাসান নিজেদের স্যালোইঞ্জিন চালিত করিমনে করে মেহেরপুরে দিকে যাচ্ছিলেন। করিমন চালাচ্ছিলেন তার ছেলে হাসান।
মেহেরপুর-মুজিবনগর সড়কের করে গৌরীনগর কবরস্থানের নিকট পৌঁছানো মাত্রই নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মা ও ছেলে মারাত্বক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নিলুফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুর্ঘটনার বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় এবং লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়। তারা নিজেরাই দুর্ঘটনায় পতিত হয়েছে এবং পরিবারে কোনো অভিযোগ না থাকায় তাদের সাথে লিখিত নিয়ে লাশ পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের লাশ তার পিতার বাড়ি মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের কবরস্থানের বাদ জুম্মা দাফন করা হয়েছে।