দর্শনা অফিস: বৌভাত অনুষ্ঠানে মাংসের টুকরা ছোট হওয়ায় সালিশ বৈঠকে জরিমানা করা হয়েছে হরিজন সম্প্রদায়ের এক সদস্যকে। সালিসের নামে প্রহসনে অভিযুক্তদের শাস্তির দাবীতে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে। জানা গেছে, গত ১২ আগস্ট দর্শনা দক্ষিণচাঁদপুর হল্টস্টেশনপাড়ার রামু বাঁশফোড়ের ছেলে চন্দন বাবু বিয়ে করেন খুলনার খালিশপুরে ক্রিসেন্ট জুটমিলস এলাকার হরিজন পল্লির গংগা বাঁশফোরের মেয়েকে। আনুষ্ঠানিকভাবে এ বিয়ের বরযাত্রায় নেয়া হয় হরিজন সম্প্রদায়ের শতাধিক সদস্যকে। পরদিন শনিবার সন্ধ্যায় চন্দনের বাড়িতে অনুষ্ঠিত বৌভাতনুষ্ঠানের আয়োজন করে। বৌভাতনুষ্ঠানে খাসির মাংশের টুকরার পরিমান তুলনামুলক ছোট হওয়ায় দর্শনা কেরুজ আমতলা হরিজন সম্প্রদায়ের সদস্যরা অপত্তি তোলে। এ সময় রামু বাঁশফোড় দুঃখ প্রকাশ করে ইচ্ছামত খাওয়ার জন্য বলেন তাদের। এতেও ক্ষান্ত হয়নি কেরুজ আমতলা হরিজন সম্প্রদায়ের সদস্যরা। ১৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আমতলা হরিজন পল্লিতে পঞ্চায়েত বৈঠকে ডাকা হয় রামু বাঁশফোড়কে। পঞ্চায়েতের মিন্টু বাঁশফোড়, রাজু বাঁশফোড়, আকবার বাঁশফোড়, রংলাল বাঁশফোড় ও বাবু লাল বাঁশফোড় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত শোনান বৌভাতনুষ্ঠানে মাংসের টুকরা ছোট হওয়ার অপরাধে রামু বাঁশফোড়কে ২ জরিমানা ও ৫ বোতল কেরুজ বাংলা মদ দিতে হবে। এ দিকে সালিশের নামে প্রহসন ও অভিযুক্ত প্রঞ্চায়তদের শাস্তির দাবী তুলে রামু বাঁশফোড়ের ছেলে চন্দন বাবু লিখিতভাবে অভিযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক, পুলিশ সুপার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, দর্শনা প্রেসক্লাবসহ স্থানীয় পত্রিকার সম্পাদকদের। তবে বিভিন্ন দফতর ও পত্রিকার সম্পাদকের কাছে লিখিতভাবে জানানোর কথা জানিয়েছেন চন্দন বাবু।