বেশি দামে সার বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকারের অভিযান

আলমডাঙ্গা ব্যুরো: বেশি দরে সার বিক্রির অপরাধে পুনরায় আলমডাঙ্গার মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১১০০ টাকার সার ১৬৫০ টাকা দরে বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন। ইতোপূর্বে গত ৩ আগস্ট বেশি দামে ইউরিয়া সার বিক্রি ও  মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ২য় বার এ জরিমানার পর প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, জরিমানার শিকার জনির উদ্দীন জানান, গত ৮ তারিখে পরিচিত এক ব্যক্তি মোবাইলফোনে রিং দিয়ে সার কিনতে চাইলে মোবাইলফোনে কথাবার্তা হয়। সেই কল রেকর্ডের সূত্র ধরে জরিমানা করা হয়েছে।

একইদিনে, আলমডাঙ্গা হাউসপুর মুসলিম বেকারি অপরিস্কার পরিবেশে পাউরুটি, ক্রিমরোল, বিস্কুট তৈরির অপরাধে মালিক রকিবুল ইসলাম রকিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একইস্থানে কনা আইসক্রিম ফ্যাক্টরিতে অপরিস্কার পরিবেশে বিএসটিআই অনুমোদনবিহীন নকল মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে মালিক মানিক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমারসহ সঙ্গীয় ফোর্স।

Comments (0)
Add Comment