মেহেরপুরে এ বছর বিজয় দিবসের কুচকাওয়াজ হচ্ছে না
মেহেরপুর অফিস: বৈশিক মহামারী করোনাভাইরাস কারণে এবার মহান বিজয় দিবসেও কুচকাওয়াজ (প্যারেড) হবে না। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবসের প্রস্তুতিসভায় এ কথা জানানো হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, আলোচনাসভায় জুমের মাধ্যমে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।
প্রস্তুতিসভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবীর, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমদ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় করোনা ভাইরাসের কারণে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ, নৌকা বাইচের মতো বড় বড় অনুষ্ঠান গুলি করা হবে না। কেবল স্বাস্থ্যবিধি মেনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনাসভা করা হবে।