মেহেরপুর অফিস: নির্বাচন চলাকালীন সময়ে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে আসা সুফিয়া খাতুন নামের একজন সংরক্ষিত মহিলা সদস্যকে আটক করা হয়। সুফিয়া খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বারাদী ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে সোপর্দ করা হয়। তিনি ভোট কেন্দ্রে প্রায় আধাঘন্টা অবস্থান করে তার আপন ভাই নবসৃষ্ট বারাদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। নির্বাচন আচরণ বিধি লংঘনের দায়ে তাকে আটক করে মেহেরপুর সদর থানায় পাঠানো হয়। নির্বাচন শেষে তাকে ছেড়ে দেয়া হয়।