স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দামুড়হুদা এলাকার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সেমাই, চিনি, শাড়ি এবং লুঙ্গি। প্রধান অতিথির বক্তব্যে এ সময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় আসে দেশের মানুষ নির্বিঘেœ সকল ধর্মের উৎসব পালন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভেবে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন আরও বেশি সময় আপনাদের পাশে থেকে দেশ পরিচালনা করতে এবং সেবা করতে পারে। এমপি টগর বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিরোধী বিএনপি জামায়াত জোট নানাভাবে মিথ্যাচার করে যাচ্ছে। চালাচ্ছে অপপ্রচার। তবে দেশের জনগণ এসব মিথ্যাচারে কর্ণপাত করছে না। বর্তমান সরকার খাদ্যের পাশাপাশি আশ্রয়হীন মানুষের আশ্রয়স্থলের ব্যবস্থাও করে দিয়েছে। সরকারের উন্নয়ন দৃশ্যমান। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়ন করতে আবারও আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রাপ্ত ঘরের উপকারভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বেগমপুর ইউনিয়নের ঝাঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যর ব্যক্তিগত তহবিল থেকে ৬৯টি পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সেমাই, চিনি, শাড়ি এবং লুঙ্গি। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বেগমপুর ইউপির সচিব ফয়জুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, নেহালপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রশাসন শেখ সাহাব উদ্দিন, বেগমপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্বাচ আলী, জামাল উদ্দিন, শাজাহান, গড়াইটুপি ইউনিয়নের আ.লীগ নেতা আব্দুল মতিন, ফারুক হোসেন, গিয়াস উদ্দিন, মাহাবুর রহমান রিপন, ডাক্তার হাফিজ, জামির উদ্দিন, ছাদেক আলী, আব্দুল কুদ্দুস, শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদার হাউলী ইউনিয়নের (দর্শনা রেলগেট সংলগ্ন) আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দামুড়হুদা উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহের বরাদ্দকৃত গ্রহীতাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন।