স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ২৬ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আদনান সামি।
একুশে টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন ‘একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা ও একুশ আমাদের অহংকার। একুশের এই চেতনা লালন করে ২৬ বছরে পা রাখলো প্রতিষ্ঠানটি। সেই একুশের নামে টেলিভিশন চ্যানেলের নাম। আবার, চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী পয়লা বৈশাখ। সব মিলেই ভালো। তাছাড়া, একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন। সুন্দর নিজস্ব ধারা ও চিন্তা ভাবনায় একুশে টেলিভিশন আসে নতুন যুগে নতুন বিষয় নিয়ে। এখনও একুশে টেলিভিশন তার স্বকীয় অবস্থানে রয়েছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান আলী বলেন, বাংলাদেশে একটি সময় পর্যন্ত দর্শকরা সরকারি টেলিভিশন চ্যানেলের ওপর নির্ভরশীল ছিল। একুশে টেলিভিশন আসার পর নতুন একটি ধারা দর্শকদের সামনে হাজির করে। দর্শকরা প্রতিদিন একুশের সংবাদ দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অশেষ ভালোবাসা থাকল। একুশে টেলিভিশনের তিন যুগে পদার্পণ করাটা খুব সহজ ছিল না। বহু চড়াই-উৎরায় পেরিয়ে একুশে টেলিভিশন তার আপন গতিতে এগিয়ে এসেছে আজকের এই অবস্থানে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহজাহান মুকুল। সাহসী সংবাদ ও জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে কোটি মানুষের হৃদয় জয় করে চ্যানেলটি পছন্দের শীর্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়া বিশিষ্টজনেরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের, সহ সভাপতি রফিক রহমান, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য আহাদ আলী মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, শাহ আলম সনি, প্রেসক্লাবের সদস্য খায়রুজ্জামান সেতু, মফিজ জোয়ার্দ্দার, জামান আখতার, রুবাইত-বিন-আজাদ সুস্থির ও আলম আশরাফ, মাহফুজ মামুন, মেহেরাব্বিন সানভী, আহসান আলম প্রমুখ। অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসম্পাদক সাংবাদিক ইসলাম রকিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নতুন প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।