প্রতীত : সুখ স্মৃতি রোমন্থনে এসো ফিরি শৈশবে শীর্ষক বার্ষিক মিলন মেলা সম্পন্ন
স্টাফ রিপোর্টার: বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে গঠিত বন্ধুদের সংগঠন প্রতীত’র বার্ষিক মিলন মেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দৈনিক মাথাভাঙ্গা প্রধান কার্যালয় প্রাঙ্গণে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টায় সম্পন্ন হয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। প্রতীত সভাপতি আব্দুস সালামের সভাপত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পলাশ কুমার আগরওলা। প্রয়াত বন্ধু, বন্ধুদের প্রয়াত আপনজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রতীতের সকল সদস্যের সুস্থতাসহ সংগঠনের অগ্রযাত্রা তরান্বিত চেয়ে দোয়া পরিচালনার পর বার্ষিক আয় ব্যায়ের হিসেব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সাজ্জাতুল আলম রাজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের স্বপ্নদ্রষ্ঠা প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব.) আহমেদ ডানিয়েল ইসলাম। সহ-সভাপতি সরদার আল আমিন ও সহ-সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগরের উপস্থাপিত সভা শেষে শুরু হয় ‘সুখ স্মৃতি রোমন্থনে এসো ফিরি শৈশবে’ শীর্ষক মুক্ত আলোচনা। এ পর্বে বক্তব্য রাখেন উপস্থিত প্রায় সকলে। নামাজ বিরতীর পর আপ্যায়ন পর্ব পেরিয়ে সংগঠনের অগ্রযাত্রা তরান্বিত করার লক্ষ্যে শুরু হয় পরামর্শ। সংগঠনের তহবিল গঠন ও অস্থায়ী ঠিকানা বিষয়ে বিষদে আলোচনার পর স্বেচ্ছায় প্রায় সকল সদস্যই তহবিলে প্রদান করেন অর্থ। তাৎক্ষণিক উল্লেখযোগ্য পরিমাণের অর্থ মূল তহবিলে যোগ হওয়ায় উৎসবের আমেজ যেনো পূর্ণতা পায়। এ আমেজকে বহুগুণে বাড়িয়ে দেয় বন্ধু হাফিজ বকুলের পরিবেশিত গান। সুরের মুর্ছনায় উপস্থিত বন্ধুদের আলস্য ভাঙিয়ে নৃত্যতে দাঁড় করিয়ে ছাড়ে। র্যাফেল ড্রর পুরস্কার বিতরণ পর্বও ছড়ায় অন্যরকম সুবাস। ঘুরে ফিরেই বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানোর প্রত্যয় পুনঃপুন উচ্চারিত হয়। মিলন মেলায় প্রতীত’র দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি পুনর্গঠনের পাশাপাশি গঠন করা হয় উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটিতে রয়েছে প্রধান উপদেষ্টা স্বপ্নদ্রষ্ঠা আহমেদ ডানিয়েল ইসলাম, আশফাকুল আলম জোয়ার্দ্দার তুহিন, হাফিজুর রহমান রতন, আব্দুল হাফিজ বকুল, ইকরামুল ইসলাম আবির, নাজিম উদ্দীন, মাহাবুবুর রহমান, আব্দুস সিদ্দিক। কার্যকরী কমিটিতে সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক পলাশ কুমার আগরওলা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগর, কোষাধ্যক্ষ সাজ্জাতুল আলম রাজু, দফতর সম্পাদক শাহাবুদ্দিন রুবেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ফিট্টু, আবু সাইদ বিটু, হাসানুল আলম শান্তি, শফিকুল ইসলাম শফি, এএনএম আশিফ ও নুঝাত পারভিন।