দামুড়হুদা অফিস: বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা না থাকলে আমরা কখনো স্বাধীন বাংলাদেশ পেতাম না। ১৯৭১সালে দেশের স্বাধীনতা যুদ্ধে তারা বঙ্গবন্ধু’র ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ তাদের অবদান ভুলবার নই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই বীর মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন। তাদের উন্নয়নের কথা ভাবেন। বঙ্গবন্ধু কন্যা দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলমান রেখেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা চালু করেছেন। যা অতিতের আর কোনো সরকার করেনি। কথাগুলো বলছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান। দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন দামুড়হুদা পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নাজমুস্ সাদাত। এ সময় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলার ৩৭০জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক।