ফেনসিডিলসহ দামুড়হুদা ঝাঁজাডাঙ্গার রুহুল আমীন গ্রেফতার

 

দর্শনা অফিস: দামুড়হুদার জিরাট মাঠে মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে দর্শনা থানা পুলিশ। ৪২০ বোতল ফেনসিডিলসহ ঝাঁজাডাঙ্গার রুহুল আমীনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতসহ ৪-৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই সুমন্ত কুমার, তারিফুজ্জামান, এএসআই আবু বক্কর সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট মাঠে। পুলিশ ওই মাঠের একটি বেগুন ক্ষেত্রে খড়ির গাঁদা থেকে উদ্ধার করেছে ৪২০ বোতল ফেনসিডিল। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে একই ইউনিয়নের ঝাঁজাডাঙ্গা বাগানপাড়ার কাওসার মোল্লার ছেলে রুহুল আমীনকে (৩৮)। এ ঘটনায় এসআই সুমন্ত কুমার বাদী হয়ে গ্রেফতারকৃত রুহুল আমীনসহ ৪-৫ জনকে পলাতক আসামি করে গতকালই থানায় মামলা করেছেন।

Comments (0)
Add Comment