স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে টিটিসির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক লেহাজ উদ্দীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আলামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ব্যাংকের ব্যবস্থাপক ফাতেমাতুজ জোহরা, নারী নির্যাতন দমন ট্রাইব্রুনালের পিপি অ্যাড. আবু তালেব, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিটিসির কারিগরি ইন্সট্রাক্টর আনোয়ার কবির। সভাপতির বক্তব্যে টিটিসির অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান বলেন, প্রশিক্ষণ না নিয়ে বিদেশ গেলে বেতন কম। প্রশিক্ষিত হয়ে বিদেশ গেলে বেতন হবে বেশি। প্রত্যেক জেলায় এখন সরকারের ট্রেনিং সেন্টার আছে। সকলের প্রতি আহ্বান, প্রশিক্ষণ নিয়েই বিদেশ যেতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসনে মানুষ কোথাও হেনস্থা হবে না। অনেকে হয়তো জানেন না, বৈধভাবে বিদেশ যাওয়া কি। বৈধভাবে বিদেশ গেলে বেতন ও সুযোগ সুবিধা বেশি। বিশেষ করে কোথাও কোনো প্রকার হেনস্থা হবে না। সচেতন হতে হবে। বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। তাই দক্ষ করে তোলার জন্য এতো ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সব জেলায় টিটিসি, যুব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও সংশ্লিষ্ট দপ্তর করা হয়েছে। দক্ষ হতে হলে প্রশিক্ষণ নিতেই হবে। বিশেষ করে মনে রাখতে হবে, বৈধ পথে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে।