দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগরে উন্নয়নমূলক কজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এ কাজের উদ্বোধন করেন। সকালে দর্শনা-মুজিবনগর সড়ক প্রসারিত ও নির্মাণ কাজের উদ্বোধন এবং বিকেলে জীবননগর মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আলোচনাসভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের নাম ধ্বনিত হচ্ছে। আ.লীগ সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। বিগত জোট সরকারের আমলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করতে সক্ষম হয়েছে। শিক্ষা উন্নয়নের মূল উদ্দেশ্য জনগণের আশা আকাক্সক্ষা পূরণ করা।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা বাসস্ট্যান্ড থেকে ১৪৯ কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের কেদারগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সড়ক পথ প্রসারিত ও নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে আনুষ্ঠানিক এ ফলক উন্মোচন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এ কাজের ফলক উন্মোচন করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) মনিরা পারভিন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়, বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, দর্শনা প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক প্রেসক্লাব সভাপতি হানিফ ম-ল, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, সহসভাপতি সোলায়মান কবির, সহ-সম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, ছাত্রলীগ নেতা লোমান, মিল্লাত, রিপন, নাজিম, রাসেল, মোহাম্মদ, অপু সরকার, রায়হান, প্রভাত প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম। সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ মো. নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, মৃগমারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবাইদুর রহমান প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকারিয়া আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মদ প্রদীপ, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবুসহ উথলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।