প্রতারণার অভিযোগে গাংনীর অভিযুক্ত আদম ব্যাপারী ডিকো গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদম ব্যাপারী মাহাতী হাসান ওরফে বাবর ওরফে ডিকোকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম কুষ্টিয়া থানা পুলিশের সহায়তায় শহরের চৌড়হাস মোড় থেকে তাকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার সকালে মাহাতী হাসান ওরফে বাবর ওরফে ডিকোকে মেহেরপুর আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠান। মাহাতী হাসান ওরফে বাবর ওরফে ডিকো মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পশ্চিম পাড়ার নাসির উদ্দীনের ছেলে।

মামলার বাদী গাংনীর বড়বামন্দী গ্রামের শাহিন আলী জানান, মাহাতী হাসান ওরফে বাবর ওরফে ডিকো তার পিতা মিকাইল হোসেনকে সৌদি আরবে একটি কোম্পানীতে ভাল বেতনে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন ও ২০০ টাকা মূল্যের ননজুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হন। এছাড়াও বাদীর কাছ থেকে ব্লাঙ্ক চেক নেন আদম ব্যবসায়ী ডিকো। পরে মিকাইল হোসেনকে সৌদি আরবে প্রেরণ করা হলেও চুক্তি অনুযায়ী কাজ দেয়া হয়নি। দীর্ঘদিন মরুভূমির মধ্যে কাজ করানো হলেও তাকে বেতন দেয়া হয়নি। পরে একটি শ্যাম্পু কারখানাতে কাজ করানো হচ্ছে। এখানে শুধু খাবারের ব্যবস্থা করা হয়। বিষয়টি মাহাতী হাসান ওরফে বাবর ওরফে ডিকোকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা না নিয়ে বরং বাদীকে নানাভাবে হুমকি ধামকি দেন ও উল্টো দুই লাখ ৮০ হাজার টাকা দাবি করেন। একাধিবার একাধিকজনকে বিষয়টি জানিয়েও কোন ফল না হওয়ায় মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন শাহিন আলী। আদালত মামলাটি এফআইআরের আদেশ দেন গাংনী থানাকে। গাংনী থানাতে মামলাটি রেকর্ড হবার পর এসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স কুষ্টিয়াতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আদালতের আদেশে মামলা রুজু করে আসামি গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment