স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিট পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর এলাকার ৮ ও ৯নং ওয়ার্ড এলাকা নিয়ে গঠিত চার নম্বর বিটের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ এখন জনগণের পাশে থেকে সকলকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা পেতে এখন মানুষকে সবসময় থানায় ছুটতে হবে না। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরও বলেন, প্রতিটি বিটে একজন করে উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্বে থাকবে। বিট পুলিশের কার্যালয়ে নির্দিষ্ট সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। বাকি সময় থানায় থাকলেও সবসময় আপনারা তাকে ফোনে পাবেন। আপনাদের জিডি বা ছোটখাটো অভিযোগ আপনারা বিট পুলিশের অফিসেই দিতে পারবেন। এর জন্য সবসময় আপনাদের থানায় যাওয়া লাগবে না।
গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার হাসপাতাল সড়কের রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সদর থানার এসআই মেফাউল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী প্রমুখ।