পিতার হাত ভেঙে দেয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা

আলমডাঙ্গা ব্যুরো: পিতাকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার চক শ্রীরামপুরের শাফায়েতের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় মামলা করছেন মা সালমা খাতুন।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চক শ্রীরামপুরের শওকত আলীকে (৫৫) মেরে হাত ভেঙে দিয়েছে ছেলে শাফায়েত (২৮)। পারিবারিক কলহের এক পর্যায়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শওকত আলীর স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেছে। পরে পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

Comments (0)
Add Comment