স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুরে পাওয়া টাকা চাওয়ায় মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজনকে কুপিয়ে ও এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তবপুর গ্রামের মসজিদপাড়ার মৃত ফকির বিশ্বাসের ছেলে রশিদুল ইসলাম (৬০), একই এলাকার ছেলে শহিদুল ইসলামের ছেলে একরামুল হক (৩৭), তার স্ত্রী হ্যাপী খাতুন (২৪)।
আহত একরামুল ইসলামের চাচাতো বোন শারমিন আক্তার বৃষ্টি বলেন, আমার চাচাতো ভাই একরামুল গরুর ব্যবসা করে। জহির উদ্দিনের ভাই জাহাঙ্গীরের নিকট গরু বিক্রয়ের চার লাখ টাকা পায় একরামুল। এই টাকা চাইতে গেলে আমাদের বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল দলবল নিয়ে। গতকাল জহির উদ্দিন, তার ভাই জাহাঙ্গীর, সুমন, রুমন, বকুল, মনিরুল ও ডালিমসহ ২০-৩০ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রশিদুল ইসলাম ও একরামুলকে কুপিয়ে এবং হ্যাপীকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মারামারির ঘটনা শুনেছি। পারিপারিকভাবে শত্রুতার জের ধরে এ ঘটনা। বিস্তারিত জানতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।