পরকীয়ার জেরে কালীগঞ্জের যুবককে যশোরে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের কাঁঠালবাগান নামক স্থানে গনি সাইকেল স্টোরের মালিক ওসমান গনির ছেলে আহসানুল ইসলাম অর্কিডকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগে জানা গেছে, কালীগঞ্জ কাঁঠালবাগান এলাকার মনিরুজ্জামানের স্ত্রী তারিন খাতুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পরে অর্কিড (৩২)। ফলে গত একমাস আগে অর্কিড তারিনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিলো। অর্কিড ও তারিন বিবাহিত ওদের দুজনেরই দুটি করে সন্তান আছে বলে জানা গেছে। বুধবার মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অর্কিড ভিডিও রেকর্ডিং এ জানায়। পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে ভয়ে যশোরের কোন হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। অর্কিডের পরিবার সূত্রে জানা গেছে, তার অবস্থা অত্যন্ত সংখ্যাটাপূর্ণ ঢাকা মেডিকেলের বাণ ইউনিটের চিকিৎসক জানিয়েছে তার শাসনালীর ৮০% পুড়ে গেছে।