স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ইনজেকশনসহ আটকের পর একজনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে তালতলা আবাসন থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। সাজাপ্রাপ্ত পিরু মিয়া (৪০) চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটার তালতলা আবাসনের মৃত মহিছউদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম গতকাল সোমবার সকালে সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে সকাল ৯টার দিকে তালতলা আবাসনের মৃত মহিছউদ্দিনের ছেলে পিরু মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- ও পঞ্চাশ টাকা জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত পিরুকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।