হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ি বিকেল ৪টায় ভাংবাড়ীয়া ফুটবল একাডেমির আয়োজনে ভাংবাড়ীয়া ফুটবল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে খেলা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, দিন দিন মাঠ কমছে। অথচ যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি বেশ জটিল অবস্থা ধারণ করেছে। একটা সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সময় ইন্টার স্কুল খেলায় মাঠ ভরে যেতো দর্শকে। অথচ এখন সব স্কুলে খেলাও ঠিকমত হয় না। আমি খেলাধুলা জগতের মানুষ। দেশের অনেক স্থানের মাঠে খেলেছি। বর্তমানে খেলার এমন দুরাবস্থায় আমি খুব বেদনাহত। প্রত্যেক বিদ্যালয়কে নিয়মিত খেলাধুলা চর্চ্চার ওপর গুরুত্বারোপ করতে হবে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ উদ্বোধনী খেলায় চিৎলা একাদশকে ৪-০ গোলে পারজিত করে বিজয়ী হন হোসেনাবাদ একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান সানমুন আহমেদ ডন, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবুল ইসলাম, ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজি জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি ও ইউনিয়ন আ.লীগের নির্বাহী সদস্য নাহিদ হাসনাত সোহাগ। আমিনুল ইসলাম জোয়ার্দ্দারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, আবুল কাশেম মাস্টার, আব্দুল মান্নান, নাসির উদ্দিন, সোয়েব উদ্দিন, আব্দুল মজিদ, আ. কুদ্দুস, মারফত আলী, আবুছদ্দিন প্রমুখ।