কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনে পরাজয় নিয়ে দুই প্রার্থী স্বজনদের মধ্যে বাকবিতণ্ডার সংঘর্ষ হয়েছে। এ সময় বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়নে চড় জগন্নাথপুর গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের পরাজিত ইউপি সদস্য ইসলাম সর্দার ও পরাজিত ইউপি সদস্য কাশেম গ্রুপের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— একই এলাকার হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহতরা পরাজিত ইউপি সদস্য ইসলাম সর্দার গ্রুপের আত্মীয়।
জানা যায়, নির্বাচনে পরাজয় নিয়ে দুই ইউপি সদস্যর স্বজনদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় কাশেমের কর্মীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করলে হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী গুলিবিদ্ধ হন। এ সময় মজিদ সর্দারের ছেলে আইয়ুব আলী আহত হন। আহত তিনজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আহতাবস্থায় তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।