স্টাফ রিপোর্টার: ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তরা বলেন, এনআইডি কার্ড পেতে জনগণের যেন হয়রানি না হয়। তরুণ প্রজন্মকে ভালোভাবে জানাতে হবে। যারা নতুন ভোটার হয়েছে তাদের ইভিএম সম্পর্কে সচেতনতা বাড়ানো যেতে পারে। একসময় সকল ভোট ইভিএম-এ চলে যেতে পারে। উন্নত বিশ্বে যেমন ভোট হয়, সেরকম কালচার নিয়ে আসতে হবে। সুষ্ঠুভাবে ভোট হয়, সেদিকে যেতে হবে। পোস্টার ছিঁড়ে ফেলার কালচার বন্ধ করতে হবে। নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে এবং সাংবাদিকরা নির্বাচন বিষয়ে বির্তক সভা আহ্বান করতে পারে। জনগণ নির্বাচনে মাইকের ব্যবহার চাই কিনা, কাজ করার সুযোগ রয়েছে। সাধারণ ভোটারদের পছন্দ সরকারের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ভোটার দিবসে সকলের সহযোগিতায় আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও আচরণবিধি মেনে চলতে পারে সেবিষয়ে আলোচনায় বসা হবে।’
চুয়াডাঙ্গায় বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় বিশেস অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ছাত্রী নাসিমা তৌহিদ ও নতুন ভোটার শারমিন আক্তার চায়না বক্তব্য রাখেন। জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার উচ্চমান সহকারী হামিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন ৫ জন ভোটারের মাঝে এনআইডি কার্ড তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস আয়েশা সুলতানা লাকি, সহকারী কমিশনার (ভূমি) হমায়ুন কবির ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু। উপজেলা নির্বাচন অফিসার (চ: দা:) কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।