দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে বিচারপ্রার্থীদের আস্থা বাড়বে

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির সভায় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার

স্টাফ রিপোর্টার: দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার বলেছেন, সম্মিলিত উদ্যোগে জেলা লিগ্যাল এইড’র কার্যক্রম গতিশীল করতে প্রচার প্রচারণার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার মধ্যদিয়ে বিচার প্রার্থীদের আস্থা বাড়াতে হবে। এটা নিশ্চিত করতে পারলে বিনামূল্যে বিচার পাওয়ার জন্য লিগ্যাল এইডে আবেদন বাড়বে।

গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড’র মাসিক সভার সভাপতি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসন্ন লিগ্যাল এইড’র দিবস গুরুত্বসহকারে পালনে আগাম পদক্ষেপ নেয়ার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ইউনিয়ন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম গতিশীল করতে হবে। লিগ্যাল এইড দিবসের পর থেকে নিয়ম করে পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলা কমিটির সভার মাধ্যমে বিনাখরচে বিচার পাওয়ার বিষয়ে তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের সচেতন করতে হবে। তাছাড়া সরকারি অর্থে যে সকল প্যানেল আইনজীবীগণ বিনাখরচে বিচার প্রার্থীদের সুবিচার পাওয়ার বিষয়ে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে সরকারি অর্থ মানে দেশের ১৬ কোটি মানুষের অর্থ। এ অর্থ যাতে কোনভাবে অচয় না হয় তা আমাদের সকলকেই নিশ্চিত করা প্রয়োজন।

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. লুৎফর রহমান শিশির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. আউলিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান। বিশেষ পিপি অ্যাড. আবু তালেব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা কারাগারের জেলার, ওযেভ প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি, প্রথম আলো প্রতিনিধি, বন্ধু ওয়েল ফেয়ার প্রতিনিধি, প্যানেল আইনজীবীদের মধ্যে অ্যাড. কামরুল আরেফিন, অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. সাইফুদ্দীন হোসাইন সভার সভাপতির অনুমতিক্রমে সভা উপস্থাপন করেন। সভায় প্যানেল আইনজীবীদের পেশকৃত বিল অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

Comments (0)
Add Comment