কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামীর মধ্যে সংঘর্ষে শামীম মলিথা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৫জন। গত বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মেহের বক্স মালিথার ছেলে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণ নিয়ে মালিথা গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আজ (গতকাল) বিকেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে মালিথা গ্রুপের শামীম নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় অন্তত আরো ৫জন আহত হয়। আহতদের মধ্যে মালিথা গ্রুপের মুল্লকচাঁদের ছেলে আপন ৩ ভাই সাহাজুল (৩৫), শুকচাঁদ (৪৫) ও মুকাদ্দেসকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।