মেহেরপুর অফিস: মেহেরপুরে কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫টি দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা কোর্ট মসজিদের পাশে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ মমিনুল ইসলাম প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ, গত ৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫টি দোকান আদালতে বিচার চলমান থাকা অবস্থায় উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতি ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। দ্বিতীয় দিনে কোর্ট জামে মসজিদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাসহ সাধারণ ব্যবসায়ীরা জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত কর্মসূচি পালন করে।
মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার (১১ জুন) বেলা ১১ টায় দোকান বন্ধ করে কলো পতাকাসহ ২৫ মিনিট অবস্থান করবে। এ সময় কোনো বেচা কেনা হবে না। আগামীকাল রোববার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় কাফনের কাপড়সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, প্রয়োজনের হরতালের মতো কর্মসূচি দেয়া হবে।