দেশ পরিচালনায় দক্ষ জনবল তৈরি করতে চাই

চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে জামায়াতের গণসমাবেশে রুহুল আমিন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে গণসমাবেশে জামায়াতের জেলা আমির রুহুল আমিন বলেছেন, দেশ পরিচালনায় আমরা দক্ষ জনবল তৈরি করতে চাই। জামায়াতে ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দিতে অতীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের পরিণতী দেশের মানুষ স্বচোখে দেখেছেন। বর্তমানে বা ভবিষ্যতে কেউ যদি জামায়াতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই, তাদের পরিণতীও পতিতদের মতই হবে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত চুয়াডাঙ্গা বেলগাছি রেলগেটে গণসংযোগ পক্ষ পালন উপলক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত জেলা আমির রুহুল আমিন উপরোক্ত কথা বলেন। ৮নং ওয়ার্ড সভাপতি গাজী আনাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাড. হাসিবুল ইসলাম। রুহুল আমিন আরও বলেন, জামায়াতে ইসলামী এদেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে রাজনীতি করছে, মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কোনদিন রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। তিনি বলেন, যারা সভায় আসতে পারেননি তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছিয়ে দিবেন। দুনিয়ার সার্থসিদ্ধি হাসিল করার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। আমরা অর্থ উপার্জন করার জন্য রাজনীতি করতে আসিনি। এই ৫৪ বছরে কেউ সোনার বাংলা বানাতে যেয়ে চোরের বাংলা বানিয়ে ফেলেছিল, কেউ সবুজ বাংলা বানাতে যেয়ে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছিল, আবার কউে ডিজিটিাল বাংলা বানাতে যেয়ে রাক্ষুসে বাংলা বানিয়ে ফেলেছিল। তিনি বলেন, আমরা সোনার টুকরা ব্যাংক করেছিলাম তারা ক্ষমতায় এসে আমাদের ব্যাংককে খোসা করে ফেলেছে, আমরা মাদরাসা প্রতিষ্ঠা করেছি তামিরুল মিল্লাত আজ ১নং মাদরাসায় পরিণত হয়েছে, আমরা মেডিক্যাল ভর্তির জন্য কোচিং করেছি রেটিনা আজ ১নং কোচিং এ পরিণত হয়েছে, আমরা চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতাল করেছি ইবনে সিনা ১নং হাসপাতালে পরিণত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনসহ ৮নং ওয়ার্ডের সেক্রেটারি প্রমুখ।