দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাণ্ডব চালাতে চেষ্টা করছে ছাত্রদল

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা

স্টাফ রিাপোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে পৃথক স্থানে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্রপরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্রদলের নামধারী অছাত্র একজন চিহ্নিত সন্ত্রাসী জুয়েল প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় অবিলম্বে এই অছাত্র সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে।

 

বক্তারা আরও বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল তা-ব চালাতে চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীসহ বাংলাদেশ ছাত্রলীগ ওই সন্ত্রাসী বাহিনীদের আবারও হুশিয়ার ও সাবধান করে বলে দিতে চায় যেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্টের ফাঁদ পাতলেই সেই ফাদের বিপরীতে কঠোর জবাব দেয়া হবে। প্রতিটি ইটের জবাব পাথর দিয়ে দেয়া হবে। বক্তারা বলেন, সারাদেশে আবারো বিএনপি-জামাত জোট সরকারের শাসন আমলের পুনরাবৃত্তি করতে চাচ্ছে; তবে তা ছাত্রলীগসহ প্রতিটি ইউনিট তৃণমূলের নেতাকর্মীরা কঠোর হস্তে দমন করবে এবং রাজপথে বরাবরের মতোই লড়াই সংগ্রাম করে যাবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে বিকেলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাহাবুল হোসেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা আসিফ, নোমান, ফিরোজ, শিশির, শামীম, বাঁধন, জাহিদ, জান্নাত, মোমিন, আরজু, গোলাম, টনি প্রমুখ।

 

এর আগে একই সাথে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, আশিকুর রহমান হিমু, আরফিন সজীব, ফারহান রাব্বি, পাপন হাসান সবুজ, সাইফুল ইসলাম, রাকিব, সুমন আহমেদ, সুরুজ আহমেদ লিখন, জনি আহমেদ, রিফাত, সালেকিন খান, ইউসুফ, সাহেদ, তৌকির, সাব্বির, সাকিব, সাইফ, প্রিন্স, হিমেল, মামুন প্রমুখ।

এদিকে, চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের। সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম আসমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা রাশেদউজ্জামান বাকি। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শাহাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম কাবা, যুবলীগ নেতা নুরুজ্জামান টুটুল, জাহিদুল ইসলাম নান্টু, জেলা শ্রমিক লীগের উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ সেলিম, আলো, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহসভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, নাদিমুর রহমান পিয়াল, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্রপরিষদ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি সাফায়েত বাবু, দপ্তর সম্পাদক আল নোমান, সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি জাহিদ হাসান টোকন, সাধারণ সম্পাদক অন্তু শেখ, আলমডাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদেরর সভাপতি আনিসউজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মারশেদ শিবলী, সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম বাদশা, সহসভাপতি বিপ্লব, জীবননগর উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্মআহবায়ক রাসেল দেওয়ান, তামজিদ, সাকিব হোসেন, সদস্য মিরাজ জনি, ধর্মবিষয়ক সম্পাদক রামিম হোসেন, স্বপন, মিজানুর, আসিফ, রনি, শিপন তরফদার, মসিউর রহমান, সূর্য, মোমিন, রানা, অন্তর, রুদ্র প্রমুখ। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএডিসি মসজিদের ইমাম মওলানা মো. ইবাদত হোসেন।

Comments (0)
Add Comment