আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভাকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি গতকাল রোববার সকাল থেকে হাউসপুর, বকসিপুর, মাধবপুর, মাজু, অভয়নগর, চত্রপাড়া, বাদেমাজু, বিনোদপুর গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং নৌকা প্রতীকে ভোট চান। গণসংযোগ শেষে পথসভায় তিনি বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে এসেছি। অনেকে অনেক রকমের গুজব ছড়াচ্ছে আপনারা সেসব গুজবে কান দেবেন না। এদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তারা একটি অশান্তি সৃষ্টি করতে চাই। সেই অশান্তি আমরা সৃষ্টি করতে দেব না। আমরা আগামী ৭ জানুয়ারি মা-বোনদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবো। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খবির উদ্দিন সাবেক যুগ্মআহবায়ক রোকনুজ্জামান নাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আনিস মেম্বার, অ্যাড. সিরাজুল ইসলাম লাল্ট, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহিন, যুবলীগ নেতা আব্দুল কাদের রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, চিকন আলী রাজিব, ছাত্রলীগ নেতা শিহাব প্রমুখ।