মুজিবনগর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের মানুষ আজ ভালো আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিগত দিনের চাইতে অনেক উন্নত। কোথাও চুরি-ডাকাতি নেই। মানুষ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন। গ্রামের অলি-গলির সড়ক পাকাকরণ করা হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল মাঠ থেকেই বিক্রি করে দিতে পারছেন। কোথাও কোন চাঁদাবাজি নেই। আর দেশের এ অগ্রগতির মূল ভূমিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বারবার দরকার শেখ হাসিনা সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার আহ্বান জানান তিনি। গতকাল রোববার বিকেলে মুজিবনগর উপজেলার গোপীনাথপুর-ছোটনাগ বিল সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বক্তৃতায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের নদী-খাল-বিল পুনর্খনন করা হচ্ছে। সেখানে সারা বছর পানি পাওয়া যাচ্ছে। সেখান থেকে কৃষকরা সেচ সুবিধা পাচ্ছে। মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। তাই দেশের এ অগ্রগতি চলমান রাখতে হলে আবারও নৌকা বিজয়ী করার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম, মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহাবুব আলম রবি, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তাকলি খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাকিম হক খোকনসহ নেতৃবৃন্দ। জানা গেছে, এলজিইডি এক কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা ব্যায়ে দুই কি. মি. সড়কটি নির্মাণ করা হচ্ছে।