দুই কেজি গাঁজা উদ্ধার : হল্টের তৈয়ব ও জিনারুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা হল্টস্টেশন এলাকা থেকে গাঁজা উদ্ধার করেছে। পুলিশি বাধায় মোটরসাইকেল ফেলে পালিয়েছেন মাদক ব্যবসায়ী জিনারুল। গতকাল রোববার সকাল ৬ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই সুমন্ত বিশ্বাস সুমন ও এএসআই আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। স্টেশন ঘেষা সড়কে মোটরসাইকেল যোগে গাঁজার চালান বহন করছিলো হল্টস্টেশনপাড়ার মগবুল হোসেনের ছেলে তৈয়ব আলী, মতিয়ার রহমান মতির ছেলে জিনারুল ইসলাম, কায়দার আলীর ছেলে জনি ও আবুল কালাম আজাদের ছেলে সোহেল। পুলিশ জিনারুলের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে বাইক ফেলে পালিয়ে যান জিনারুল। পুলিশ পিছু ধাওয়া করলে এক পর্যায়ে বিবস্ত্র হয়ে পালাতে হয়েছে জিনারুলকে। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে লাল রংয়ের টিভিএস মোটরসাইকেল ও মোটরসাইকেলে রাখা একটি থলে থেকে ২ কেজি গাঁজা। এ ঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস সুমন বাদী হয়ে গতকালই অভিযুক্ত মাদককারবারী তৈয়ব, জিনারুল, জনি ও সোহেলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment