জীবননগর ব্যুরো: বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে শিয়ালমারী পশুহাট কুক্ষিগত করে লুটেপুটে খাওয়ার মহাযজ্ঞের পর উন্মূক্ত দরপত্রে ইজারা মূল্য ইঠেছে রেকর্ড ৩ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার গোপন দরপত্রে এ ডাকা দিয়েছেন দরদাতা আলতাফ হোসেন। গত বছর এ হাটের খাস কালেকশনের ইজারা মূল্য ছিলো ২ কোটি ৫৫ লাখ টাকা। উন্মূক্ত দরপত্র অনুষ্ঠিত হওয়ায় সরকার যেমন ৩ কোটি ৮০ লাখ টাকা পেতে যাচ্ছে সেই সাথে ভ্যাট ও আয়কর পেতে যাচ্ছে আরও ৯৫ লাখ টাকা। কথিত আছে গত ১৬ বছর এ হাটে থেকে কোটি টাকা করে বখরা নিতেন সাবেক সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এর ফলে শিয়ালমারী হাট নিয়ে লুটেপুটে খাওয়ার দিনের অবসান ঘটলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালে বাংলা ১৪১৬ সালের জন্য শিয়ালমারী হাটের ইজারা প্রদান করা হয়। দরদাতা ফরহাদ হোসেন ৪৯ লাখ ৭১ হাজার টাকায় এ হাট ডেকে নেন। কিন্তু তারপর থেকে আর এর ইজারা দেয়া হয়নি। হাইকোর্টের রিট এনে এ হাট গত ১৬ বছর খাস কালেকশনের নামে লুটেপুটে খাওয়া হয়েছে। অনেক চেষ্টা করেও হাট ইজারা দেয়া সম্ভব হয়নি। কথিত আছে এ হাট থেকে কোটি টাকার বখরা নিতেন সাবেক সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তারই সহযোগিতায় বছরের পর বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হাটটি নিজেদের কব্জায় রাখতে সক্ষম হন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এর হাত বদল হয়। বিএনপির নেতাকর্মীরা এর খাস কালেকশনে দায়িত্ব নেয়। এ অবস্থার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন শিয়ালমারী পশুহাটের ইজারা দরপত্র আহ্বান করেন। হাটের ইজারা পেতে ২১জন দরপত্র শিডিউল ক্রয় করেন। দরপত্র সিডিউলের মূল্য নির্ধারণ করা হয় ৫১হাজার ৬শ’ টাকা। তবে দরপত্র দাখিল করেন ৫জন দরদাতা। এর মধ্যে সর্বাধিক ৩ কোটি ৮০ লাখ টাকা দর দিয়েছেন আলতাফ হোসেন। তার নিকটতম দরদাতা হয়েছে মুন্সী ট্রেডার্স। ৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার দর দিয়েছে মুন্সী ট্রেডার্স। দীর্ঘ ১৬ বছর পর শিয়ালমারী পশুহাটের ইজারা হওয়াতে খুশি হয়েছেন এলাকাবাসী। সেই সাথে সরকার পেতে যাচ্ছে বিপুল পরিমাণে রাজস্ব। যা দিয়ে এলাকার উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।