দামুড়হুদা প্রেসক্লাবে বিদায়ী ইউএনও’র সংবর্ধনা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিদায়ী ইউএনওকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার রাতে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সদ্য বিদায়ী দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোজাম্মেল শিশির, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবদুস সালাম, তাছির আহামেদ, আরিফুল ইসলাম মিলন, সদস্য শেখ হাতেম, জাহাঙ্গীর আলম মানিক, শিরিন জামান প্রমুখ।