দামুড়হুদায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৫৩তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দামুড়হুদা উপজেলার আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মোট ৫৩টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও অ্যাথেলেট মিলে ৪৭টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা মেলে ধরেন।