দামুড়হুদায় মোটরসাইকেলের ক্যারিয়ারে বস্তায় মিললো ১১ কেজি ওজনের রুপোর গয়না

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম ভারতীয় তৈরি রুপোর গয়নাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে চুয়াডাঙ্গা ৬ ব্যটালিয়ন (বিজিবি)। রোববার দুপুর দুইটার দিকে মুন্সিপুর সীমান্তের ১৫০গজ অভ্যান্তর থেকে মোটরসাইকেলসহ রুপোর গয়না পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন তথ্যেও ভিত্তিতে জানতে পারেন, জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপোর একটি বড় চালান পাচার করা হবে। এমন  তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯২/৫-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠের মধ্যে অবস্থান নেয়। বেলা ২টার দিকে ঘটিকায় সীমান্তের শূন্য লাইন সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে। তখন ওই ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলটি জব্দ করে মোটর সাইকেলের পেছনের ক্যারিয়ারের সাথে বাধা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ওজনের ভারতীয় তৈরি রুপোর গয়না জব্দ করে। উদ্ধারকৃত রুপার গয়না ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানান বিজিবি। রুপার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment