দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদশনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় ‘কৃষিই সমৃদ্ধি’ এই সেøাগানকে সামনে রেখে উপজেলার চিৎলা গ্রামের হরিতলা মাঠে মাঠ দিবসের কারিগরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মাটিতে বেশি বেশি মসলা জাতীয় ফসলের আবাদ করে উৎপাদন বাড়াতে হবে। আমাদের দেশের মাটির গুণাগুণ অনেক ভালো। তাই একটু যতœ সহকারে ফসল পরিচর্যা করলেই ভালো ফলন আশা করা যায়। দেশে মসলার উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমে আসবে আমাদের। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই আমাদেরকে দেশের মাটিতে বেশি বেশি মসলা জাতীয় ফসলের আবাদ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, সাইফুল ইসলাম, মকুল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় ১৫০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।