স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দামুড়হুদার পৃথক দুটি স্থানে অভিযান চালান চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় গাঁজাসহ আটকের পর ওই দুই মাদক ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-দামুড়হুদার কলাবাড়ি গ্রামের মৃত আজিবার মণ্ডলের ছেলে জিগার মণ্ডল (৬৫) ও একই উপজেলার দলকা লক্ষীপুর গ্রামের কুবাদ আলীর স্ত্রী পলিনা খাতুন (২৯। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দামুড়হুদার কলাবাড়ি ও দলকা লক্ষীপুরে মাদক বেচা কেনার চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এসময় কলাবাড়ি গ্রামের জিগার মণ্ডলকে আটক করা হয়।তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা। অপরদিকে, দলকা লক্ষীপুর গ্রামের কুবাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে কুবাদ আলীর স্ত্রী পলি খাতুনকে ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আটককৃত জিগার মণ্ডলকে ৩ মাসের ও পলি খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেন, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।