দামুড়হুদায় বুল্লার বিষে যুবকের মৃত্যু

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বুল্লার কামড়ে আমির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমির হোসেন দামুড়হুদা উপজেলা সদরের পোস্টঅফিসপাড়ার নুর ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার আমির হোসেন দামুড়হুদার হাউলীর আব্দুল হালিমের মিলের পশ্চিম দিকে দেউলীর পাড়ে মাথাভাঙ্গা নদীতে সেরেস্তা দিয়ে মাছ ধরতে যান। দুপুরের দিকে তার সেরেস্তার বড়শিতে প্রায় এক কেজি ওজনের রুই মাছ বাঁধে। তিনি মাছটি নদীর পানিতে জিইয়ে রাখতে নদীর পাড়ে হেঁসো দিয়ে একটি গাছের ডাল কাটতে যান। গাছের ডাল কাটার এক পর্যায়ে গাছের গোড়ায় মাটিতে থাকা বুল্লার চাকে কোপ লাগে। এ সময় বুল্লা ছড়িয়ে পড়ে আমির হোসেনকে জেঁকে ধরে। তিনি নিজেকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে নদীর পানিতে ডুব দিলেও বুল্লা তাকে ছাড়েনি। পরে লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এক কন্যা সন্তানের জনক আমির হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বাদ আছর দশমী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Comments (0)
Add Comment