কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে বজ্রপাতে ১টি মহিষের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার সময় ঠাকুরপুর গ্রামের কৃষক আজহার উদ্দিনের ১টি মহিষ বাজার মাঠে ঘাস খাচ্ছিলো। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মহিষটির মৃত্যু হয়। ঠাকুর পুর গ্রামের শিক্ষক শরীফ উদ্দিন জানান, সন্ধ্যায় আজহার উদ্দিনের পালিত মহিষটি বাজার মাঠে ছিলো ,এসময় বজ্রপাতে মারা যায় মহিষটি। দামী মহিষটি মারা যাওয়ায় সে এখন দিশেহারা হয়ে পড়েছে।