দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার মারিয়া মাহাবুব, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহ-সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৫ মার্চ দামুড়হুদা উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এবার এ উপলক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ২১টি সাবেক ওয়ার্ডে ১টি স্থায়ী ও ১৬৮টি অস্থায়ী কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হবে। এ উপজেলায় ৬-১১মাস বয়সী ৩৭০৫জন ও ১২-৫৯ মাস বয়সী ২৭২৭২জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।