দামুড়হুদা প্রতিনিধি: উৎপাদনের একদিন আগেই দামুড়হুদার তারিন ফুডের পাউরুটি বাজারজাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে এক ক্রেতা একদিনের আগাম তারিখে প্রস্তুতকৃত ও সাতদিন মেয়াদি একটি ৫০গ্রাম ওজনের ১০টাকা মূল্যের পাউরুটি প্যাকেট কেনেন। যাতে লেখা আছে উৎপাদনের তারিখ ২৬এপ্রিল। যা বাজারে পাওয়া গেছে ২৫এপ্রিল। এছাড়াও পাউরুটি উৎপাদনের পর মেয়াদ শেষ হয় আগামী ৭২ঘণ্টার মধ্যে, অথচ তারিন ফুডের এই পাউরুটির প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা হয়েছে ২৬এপ্রিল থেকে আগামী ৭দিন। তারিন ফুডের এই অবৈধ কার্যক্রমে ক্রেতা সাধারণ হতবাক হয়েছেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে ক্রেতা সাধারণ। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার তারিন ফুডে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে দামুড়হুদার তারিন ফুডকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বেকারি পণ্য তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনা অমান্য করেই প্রতিষ্ঠানটি খাদ্য পণ্য উৎপাদন করে বাজারজাত শুরু করে।