দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস, নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই মাসিকসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সহকারী সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিমেল রানা, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতানসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রমুখ