চুয়াডাঙ্গায় আরও ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট ১ হাজার ৬শ ৫জন কোভিড-১৯ আক্রান্ত হলেন। গতকাল মঙ্গলবার আরও ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ১৭ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল নতুন ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এদিন পূর্বের ২১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ২০ জনের নেগেটিভ হলেও একজনের পজিটিভ হয়েছে। নতুন শনাক্ত রোগী চুয়াডাঙ্গা পৌর এলাকা নূরনগরের বাসিন্দা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রন্তদের মধ্যে ৫ জন ছিলেন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪২ জন।
শীতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে। এ আশঙ্কায় বিশ্বজুড়ে বাড়তি সতকর্তা অবলম্বন করা হচ্ছে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানিয়ে আসছে ভাইরাস বিশেষজ্ঞসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় প্রতিটি দেশে সরকারি বেসরকারিভাবেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছে প্রশাসন। এরপরও চুয়াডাঙ্গা জেলা শহরসহ হাট বাজারে রাস্তা ঘাটে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যাচ্ছে না। অথচ চুয়াডাঙ্গা জেলা শহরসহ জেলার অধিকাংশ এলাকাতেই দু একজন করে ভয়াবহ ছোঁয়াচে এই ভাইরাসের অস্তিত্ব জানান দিচ্ছে। ফলে সময় থাকতে সকলে সতর্ক না হলে সমাজের সর্বনাশ হতে পারে।

 

Comments (0)
Add Comment