কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের তালসারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে চন্দ্রবাস গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা মিজানুর রহমান মোল্লার নিজ অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, একমাত্র খেলাধুলায় পারে অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে। এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রতিদিন তোমরা বিদ্যালয়ে আসবে এবং পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, চন্দ্রবাস গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।